বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালে আজকের এই দিনে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছে। দোয়া মাহফিল হবে তাঁর গ্রামের বাড়িতেও।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজনবিদিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ’
আরও পড়ুন:
বাংলাদেশসহ ১০টি দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ফিলিপাইন
আগামী সপ্তাহে নতুন সরকার ঘোষণা করবে আফগানিস্তান
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১
দামি হোটেলে সিদ্ধার্থ-শেহনাজের বিয়ে হত, গোপন ছিল সে খবর
উল্লেখ্য, সাইফুর রহমান ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সামরিক সরকারে বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন। অর্থমন্ত্রী হিসেবে তিনি জাতীয় সংসদে ১২ বার বাজেট পেশ করেন।
news24bd.tv রিমু