এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু হবে আগামী বছর: ওবায়দুল কাদের

এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু হবে আগামী বছর: ওবায়দুল কাদের

Other

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) বনানীতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শাহজালাল বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ১১ কিলোমিটার অংশ আগামী বছর খুলে দেওয়া হবে।

আওয়ামী লীগের আগাম কাউন্সিল প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের আগাম কাউন্সিল নিয়ে সভানেত্রী কোন নির্দেশনা দেননি।

চলতি মাসের ৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের ওয়ারকিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। যদি কোন নেতা আগাম সম্মেলন চাই তাহলে ওয়ার্কিং কমিটির সভায় প্রস্তাবের সুযোগ রয়েছে বলে জানান কাদের।

আগামি ওয়ার্কিং কমিটির বৈঠকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটিসহ অনেক ইস্যুতে আলোচনা হবে বলেও জানান তিনি।

news24bd.tv এসএম

আরও পড়ুন


ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই আজ, কখন-কীভাবে দেখবেন?

কারাবন্দির ক’দিনে অতিরিক্ত মেদ জমেছে পরীমণির

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে উচ্চপর্যায়ের বৈঠক বিকেলে

ইতিহাস গড়ার মিশনে আজ মাঠে নামবে টাইগাররা