বরিশালে ইউএনও ও পুলিশের মামলায় আরও দুই আ.লীগ নেতার জামিন

বরিশালে ইউএনও ও পুলিশের মামলায় আরও দুই আ.লীগ নেতার জামিন

Other

বরিশাল সদর উপজেলা পরিষদের আলোচিত ঘটনায় ইউএনও ও পুলিশের মামলায় তৃতীয় দফায় আদালত থেকে জামিন পেয়েছেন চোখে গুলিবিদ্ধ দুই আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির ও তানভীর হাসান।

আজ রোববার বেলা সোয়া ১২টার দিকে আসামী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের শুনানী শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ ১০ হাজার টাকার বন্ডে আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও সাবেক সভাপতি তালুকদার মো. ইউনুসের জিন্মায় পুলিশ রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।  

এর আগে এই দুই মামলায় একই আদালত গত ২৫ আগস্ট প্রথম দফায় ৯ জনের এবং ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও ১২ জনের জামিন মঞ্জুর করেন। সবশেষ পুলিশ পাহারায় ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন চোখে গুলিবিদ্ধ নগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনির ও ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তানভীর হাসানের জামিনের জন্য অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা।

শুনানী শেষে আদালত তাদের দুই জনের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে গত ১৮ আগস্ট সদর উপজেলা পরিষদের ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগের ২৩ নেতাকর্মীর সবার জামিন হলো।  

গ্রেফতার সকল আসামীর জামিন সমঝোতা প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। সুবিধাজনক সময়ে ওই মামলায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ অন্যান্যদের জামিনের আবেদন করার কথা জানান তিনি।

সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী আইনী প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ইউএনও ও পুলিশের দায়ের করা মামলার নিস্পত্তি হবে বলে আশা করেন তিনি।  

গত ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরদিন ইউএনও এবং পুলিশ বাদী হয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকমীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন কোতয়ালী মডেল থানায়। দুই মামলায় পুলিশ ২৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। গত ২৫ আগস্ট প্রথম দফায় ৯ জনের, ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ১২ জনের এবং সব শেষ আজ চোখে গুলিবিদ্ধ অবশিষ্ট দুই জনের জামিন মঞ্জুর করলো আদালত।

আরও পড়ুন


সেই পুলিশ কর্মকর্তা সোহেলকে দেশে ফিরিয়ে আনা হবে: ডিএমপি কমিশনার

মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ নৌ সেনা নিহত

কেবিন থেকে তোফায়েল আহমেদের ফোন পেয়ে চমকে উঠি!

খুলনায় মামুনুল হকের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় চার্জ গঠন ১০ অক্টোবর


এদিকে ইউএনও এবং ওসির মামলার পাল্টা হিসেবে ২২ আগস্ট প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার বাদী হয়ে ইউএনও এবং ওসিসহ মোট ১১৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন আদালতে। আদালত ওই মামলার অভিযোগ তদন্ত করে ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআই’কে নির্দেশ দেন।  

সরকারের উচ্চ মহলের নির্দেশে ওই দিনই রাতে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের বাসভবনে বিভাগীয় ও জেলা এবং পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সিটি মেয়র সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

news24bd.tv এসএম