করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত ব্যাপকভাবে বিপর্যস্ত হলেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। জনপ্রিয়তার হিসেবে করা বিশ্বব্যাপী এক সমীক্ষায় দেখা গেছে, বিষের সবচেয়ে জনপ্রিয় নেতার আসনে রয়েছেন তিনি।
হিন্দুস্থান টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের ডেটা ইন্টেলিজেন্স সংস্থা মর্নিং কনসাল্টে উঠে এসেছে এ তথ্য। সমীক্ষায় জনপ্রিয়তার নিরিখে সবার ওপরে রয়েছে মোদির নাম।
আরও পড়ুন:
এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু হবে আগামী বছর: ওবায়দুল কাদের
অবশেষে খুঁজে পাওয়া গেল ‘নিখোঁজ’ পপিকে
মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদোর রয়েছে দ্বিতীয় স্থানে। ৬৩ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ৪৮ শতাংশ সমর্থন নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনও দখল করেছেন একই স্থান।
news24bd.tv নাজিম