সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলে আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলে আটক

Other

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এ রাতের আধারে বিষ দিয়ে মাছ আহরণের সময় তিন জেলেকে আটক করেছে সাতক্ষীরা বন বিভাগ। এসময় তাদের কাছ থেকে একটি নৌকা, মাছ ধরার জাল ও বিষের বোতল উদ্ধার করা হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বনের কুনচির খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো - খুলনা জেলার কয়রা থানার পূর্ব বড়িয়াল গ্রামের শুকচাঁদ মোল্যার ছেলে  আমিরুল মোল্যা (৪৫), একই গ্রামের আক্কঠৎ আলী খানের ছেলে আবুল কালাম (৪০) ও জলিল মোল্যার ছেলে আব্দুর রহমান (৩১)।

আরও পড়ুন


ভারতে যাওয়া যাত্রীদের বেশিরভাগই যাচ্ছেন চিকিৎসার উদ্দেশে

রোহিঙ্গাদের জন্মসনদ: সেই ইউপি সচিবের জামিন স্থগিত

আফগানিস্তান ইস্যু: ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান আলোচনায় বসবে

বরিশালে ইউএনও ও পুলিশের মামলায় আরও দুই আ.লীগ নেতার জামিন


সাতক্ষীরা নীলডুমুর স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানা, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এর এসিএফ এম এ হাসানের নেতৃত্বে রাতে বিশেষ টহল চলাকালিন সুন্দরবন কোবাদক রেঞ্জ এর কুঞ্চির খালে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতে নাতে এই তিন জেলে কে আটক করা হয়। রোববার দুপুরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  

news24bd.tv এসএম