এবার দর্শকপ্রিয় মনোজ প্রভার সুরঞ্জনার শেষ সংলাপ

এবার দর্শকপ্রিয় মনোজ প্রভার সুরঞ্জনার শেষ সংলাপ

অনলাইন ডেস্ক

মফস্বলের জনপ্রিয় পত্রিকা ‘বাংলার মুখ’। বিপুল ও সুরঞ্জনা সেই পত্রিকার সাহিত্য পাতায় কাজ করেন। অফিসে দেখা হলে ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে পারতো না। রোজ নিয়ম করে তাই প্রতি রাতে ফেইসবুক ম্যাসেঞ্জারের কথা হতো।

মাঝে মধ্যে দেখা করতো। বিপুল তার ভালো লাগা ভালোবাসার কথা জানালে সুরঞ্জনা অবাক হয়ে জানায় আমি শুধু আপনাকে বন্ধু ভেবেছি, আর কিছু নয়।

প্রভা

আমি আসলে যার জন্য অপেক্ষা করছি, সে ঠিক আপনি নন। দুর থেকে বিপুল কষ্ট পেতে থাকে।

তবুও শেষ বারের মত বিপুল সুরঞ্জনার মুখোমুখি হয়। সেদিন কবিতার ছলে আবারও বিপুল তার ভালোবাসা প্রকাশ করলে সুরঞ্জনা জানায় আমি চিরতরে হারিয়ে যাবো। আমি শুধু তোমার কল্পনা মাত্র।

সুরঞ্জনা রপে প্রভা

ম্যাসেঞ্জারে ঢুকে দেখে সুরঞ্জনা বিপুলকে ব্লক করে দিয়েছে। কারণ সেটি একটি ফেইক আইডি ছিলো। বিপুলের কল্পনা শেষ হলে আমরা দেখি বিপুল কবি জীবনানন্দ দাশের সুরঞ্জনা কবিতার বই পড়তে গিয়ে সুরঞ্জনা চরিত্রের প্রেমে পড়ে যায় এবং সে কল্পনায় যে সুরঞ্জনা কে দেখতে পেতো, হঠাৎ তার সামনে ঠিক সেই চেহারার অন্য আরেকজন! কে, সে? এমনই এক ভিন্নধর্মী গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘সুরঞ্জনার শেষ সংলাপ।


আরও পড়ুন

ভারতে যাওয়া যাত্রীদের বেশিরভাগই যাচ্ছেন চিকিৎসার উদ্দেশে

রোহিঙ্গাদের জন্মসনদ: সেই ইউপি সচিবের জামিন স্থগিত

আফগানিস্তান ইস্যু: ইরান, রাশিয়া, চীন ও পাকিস্তান আলোচনায় বসবে

বরিশালে ইউএনও ও পুলিশের মামলায় আরও দুই আ.লীগ নেতার জামিন


আহমেদ তাওকীরের রচনা ও সীমান্ত ‍সজলের পরিচালনায় ইহিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে নাটকটি।

news24bd.tv/এমি-জান্নাত