৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান উপযোগী করার নির্দেশ মন্ত্রীর

৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান উপযোগী করার নির্দেশ মন্ত্রীর

অনলাইন ডেস্ক

 

আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান উপযোগী করতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান শুরু করা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, স্কুলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করাতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা চলবে যাতে শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থানে থাকতে পারে।

news24bd.tv নাজিম