১০ দিনের বেশি সময় ধরে আটকে আছে পণ্যবাহী ট্রাক (ভিডিও)

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিনের বেশি সময় ধরে আটকে আছে পাঁচশরও বেশি আমদানি ও রপ্তানিযোগ্য পণ্যবাহী ট্রাক। এতে স্থলবন্দর সংলগ্ন বাংলাবান্ধা-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের সাত কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন ট্রাক চালক, শ্রমিক, ব্যাবসায়ী, পথচারীসহ স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট

ভারত, নেপাল ও ভুটানের সাথে দেশের একমাত্র চর্তুদেশীয় স্থলবন্দর, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর।

অথচ গেল ১০ দিন ধরে ভেঙে পড়েছে এখানকার ট্রাফিক ব্যবস্থা। এলসি চালান জটিলতা ও বন্দর ইয়ার্ডে জায়গার অভাবে মহাসড়কে আটকে আছে পাঁচশরও বেশি পণ্যবাহী ট্রাক।

এসব ট্রাকে পোল্ট্রি ফিটসহ. বিভিন্ন পণ্য রয়েছে যেগুলোর ভারতের ফুলবাড়ি হয়ে নেপাল যাবার কথা। আমদানি পণ্য খালাস এবং রপ্তানিযোগ্য পণ্যের ট্রাক দ্রুত পাঠাতে না পারায় আটকে আছে এসব যানবাহন।

এতে বিপাকে পড়েছেন আমদানি রপ্তানিকারকসহ স্থানীয়রা।

বন্দরে প্রতিনিয়ত বাড়ছে আমদানী রপ্তানী কার্যক্রম । সেই তুলনায় বন্দরে পণ্য খালাসের পর্যাপ্ত জায়গা এবং পার্কিং সুবিধার অভাবে এই যানজটের সৃষ্টি, বলছে সি এন্ড এফ এজেন্ট, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।   

তবে যানজটের জন্য ছাড়পত্র দেয়ার ব্যাপারে জটিলতা এবং সিএনডএফ এজেন্টদেরই দুষল বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ ।

আর, এসব অভিযোগ অস্বীকার করেছে কাষ্টমস কর্তৃপক্ষ।

যানজট নিরসনে আনসার নিয়োগ এবং অস্থায়ী ট্রাক স্ট্যান্ড বসানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

news24bd.tv/এমি-জান্নাত