পৃথিবীর বাতাস ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে (ভিডিও)

Other

পৃথিবীর বাতাস ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। তবে চলমান মহামারীর কারণে মানুষের চলাফেরায় বিধিনিষেধ আর অনেক কল-কারখানা দীর্ঘ সময় বন্ধ থাকায়, বায়ুদূষণে ইতিবাচক প্রভাব পড়েছে।

সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, চলমান বায়ু দূষণে ৪০ শতাংশ ভারতীয়র গড় আয়ু ৯ বছর কমে যাবে। তবে বিশ্ব আবহাওয়া সংস্থা- ডব্লিউএমও এর প্রতিবেদনে জানানো হয়, ২০১৫-২০১৯ সালের তুলনায় ২০২০ এ বায়ু দূষণের হার অনেকটা কমেছে।

এছাড়া জ্বালানি পোড়ানোর ফলে নির্গত ক্ষতিকর নাইট্রোজেন-ডাইঅক্সাইডের লেভেল ৭০ শতাংশ কমে এসেছে। মূলত আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া , ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু অংশে বায়ু সূচকে দূষণের মাত্রা আগের তুলনায় কমেছে। কিন্তু এটি কোন স্থায়ী অবস্থা নয় বলে জানান ডব্লিউএমও এর বায়ুমন্ডলীয় পরিবেশ গবেষনা বিভাগের প্রধান ওসানা তারাসোভা।


আরও পড়ুন

মায়ের মাথা ফাটালেন তারকা শিল্পী

এবার দর্শকপ্রিয় মনোজ প্রভার সুরঞ্জনার শেষ সংলাপ

ভারতে যাওয়া যাত্রীদের বেশিরভাগই যাচ্ছেন চিকিৎসার উদ্দেশে

রোহিঙ্গাদের জন্মসনদ: সেই ইউপি সচিবের জামিন স্থগিত


বায়ুদূষণ বিশ্বের প্রধানতম পরিবেশগত ঝুঁকির কারণ, যার ফলে অকাল মৃত্যু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী প্রতি বছর অন্তত ৭০ ণাখ মানুষের মৃত্যু হচ্ছে। তবে কিছু সময়ের জন্য এই দূষণ হ্রাস পেলেও, বার্ষিক হারে তেমন কোন প্রভাব পড়বে না।

news24bd.tv/এমি-জান্নাত