ময়মনসিংহে আরও পাঁচজনের মৃত্যু

ময়মনসিংহে আরও পাঁচজনের মৃত্যু

Other

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা শনাক্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে মারা যান।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

news24bd.tv

তিনি জানান, রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টার মধ্যে ইউনিটটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন ময়মনসিংহ সদরের।

অপরদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ময়মনসিংহ জেলার, অপরজন নেত্রকোনা জেলার।

আরও পড়ুন: 


যে কারণে ৫ মিনিট চলেই বন্ধ হলো আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

তিতাসের আরও চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ চলছে

আর্জেন্টিনা-ব্রাজিল খেলা শুরু(ভিডিও)

অবশেষে স্থগিত হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ


ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪২ জন। এর মধ্যে ৭ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

ওয়ান স্টপ ফ্লু কর্নারে ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৭৬  জন, আর নয়জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।

news24bd.tv

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৩৯৮টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭.৭৮ শতাংশ।

news24bd.tv তৌহিদ