নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ডোবা থেকে হাসিবুল আলম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলা এলাকায় সড়কের পাশের একটি ডোবায় যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
হাসিবুল আলম, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ডুমুরিয়া গ্রামের মৃত সোহরাব হোসেন মালীর ছেলে।
আরও পড়ুন:
প্রাথমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন তথ্য দিলেন প্রতিমন্ত্রী
ইউলুপ এখন ‘যানজটের প্রধান কারণ’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে শিবপুর উপজেলার কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাবিব প্লাস্টিক মিলসের পশ্চিম পাশের একটি ডোবায় এক যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। এ সময় লাশের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে ভেতর থেকে একটি ল্যাপটপসহ কাগজপত্র উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশ।
news24bd.tv নাজিম