যে সকল কারণে রোজা ভেঙ্গে যায় না

যে সকল কারণে রোজা ভেঙ্গে যায় না

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এমন কিছু কাজ আছে যা করলেও রোজা ভেঙ্গে যায় না। অথচ ওই সব কাজ করলে আমরা ভেবে থাকি হয়তো রোজা ভেঙ্গে গেছে। আজ তেমন কিছু কারণ আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে।

১।

ভুলক্রমে পানাহার কিংবা সহবাস করলে। নিন্তু পানাহার করা কিংবা সহবাস করা অবস্থায় রোজার কথা মনে পড়লে সঙ্গে সঙ্গে বাদ দিতে হবে।
২। অনিচ্ছায় মশা-মাছি, ধূলিকণা, ধোঁয়া কণ্ঠনালীতে ঢুকে গেলে।

৩। চোখে সুরমা ও ড্রপ ব্যবহার করলে।
৪। কোনো ধরনের ইঞ্জেকশান-ইনসুলিন বা টিকা নিলে রোজা ভঙ্গ হয় না। এমনকি গ্লুকোজ ইঞ্জেকশানের দ্বারাও রোজার কোনো ক্ষতি হয় না।
৫। কানে পানি প্রবেশ করলে।
৬। রোগাক্রান্ত ব্যক্তি অক্সিজেন গ্রহণ করলে।
৭। রক্ত দিলে বা নিলে।
৮। আতর, গোলাপ ইত্যাদির ঘ্রাণ নিলে।
৯। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর