শত শত মার্কিনিকে আটকে রেখেছে তালেবান!

শত শত মার্কিনিকে আটকে রেখেছে তালেবান!

অনলাইন ডেস্ক

পাঞ্জশিরও দখলে নিয়েছে তালেবান । এমন অবস্থায় এখনো অনেক মার্কিন নাগরিক আটকে আছেন তালেবানদের নিয়ন্ত্রণে এবং তাদের পণ না দিলে মুক্তি পাবে না বলে দাবি করেছেন এক মার্কিন কংগ্রেস প্রতিনিধি।

মার্কিন সেনাপ্রধান মন্তব্য করেন তালেবান আফগানদের মুক্ত করেছে। তার দাবি কয়েকশ’ মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান।

তিনি জানান, ৬টি বিমানে করে এসব মার্কিন নাগরিককে আমেরিকা আনা হচ্ছিল কিন্তু তালেবানরা বিমানগুলোকে ওড়ার অনুমতি দিচ্ছে না।


আরও পড়ুন:

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সায়রা বানু

৭ মিনিটেই স্থগিত! পূর্ণ তিন পয়েন্ট পেতে চলেছে আর্জেন্টিনা

মাসুদের প্রস্তাব ফিরিয়ে দিলো তালেবান

গর্ভবতী নারী পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তালেবানের বিরুদ্ধে


মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ম্যাককাউল বলেন, গত কয়েক দিন ধরে এসব বিমানকে আটকে রেখেছে তালেবান। মার্কিন নাগরিকদের পাশাপাশি বেশকিছু আফগান নাগরিকও রয়েছেন যাদের উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি বলেন, কিছু দাবি পূরণের জন্য এসব মার্কিন নাগরিককে পণবন্দি করে রেখেছে তালেবান।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে গতকাল (রোববার) এসব কথা বলেছেন ম্যাককাউল। তবে কোন কোন দাবিতে তালেবান মার্কিন নাগরিকদের পণবন্দি করেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ম্যাককাউল আরও দাবি করেন, আমেরিকার সঙ্গে কিছু বিনিময় করতে চায় তালেবান এবং তা হচ্ছে আমেরিকার স্বীকৃতি। তালেবানকে আমেরিকা স্বীকৃতি না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের মুক্তি দেবে না তারা।

সূত্র- পার্সটুডে

news24bd.tv/এমি-জান্নাত