আমরা রয়ে গেলাম দুর্ভাগাদের কাতারে : ববি

আমরা রয়ে গেলাম দুর্ভাগাদের কাতারে : ববি

অনলাইন ডেস্ক

বাংলা চলচিত্রের নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক বলা হয় সালমান শাহকে। ঢাকাই সিনেমার নায়কদের নিয়ে কথা বলতে গেলেই তার ছবি চোখের সামনে ভেসে উঠে সবার আগে। আজ তার মৃত্যুবার্ষিকী।

সময়ের সঙ্গে সঙ্গে ২৫ বছর পেরিয়ে গেল তিনি নেই।

১৯৯৬ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান।

মৃত্যুবার্ষিকীতে প্রয়াত এই নায়ককে স্মরণ করে নিজের ফেসবুক পেজে বাংলা চলচিত্রের অন্যতম অভিনেত্রী ববি লিখেছেন, ‘হিরোর পরিপূর্ণ উদাহরণ আপনি। তারা সৌভাগ্যবান যারা আপনাকে পেয়েছে, আর আমরা রয়ে গেলাম দুর্ভাগাদের কাতারে। কিন্তু অন্তরের অন্তস্থল থেকে সবসময়ই আপনি ছিলেন, আছেন, থাকবেন।

news24bd.tv

আপনার প্রতিটি লুক, স্টাইল, অভিনয়ের অনুকরণ করেই প্রতিনিয়ত তৈরি হবে নতুন নতুন চরিত্র। বেঁচে থাকুন সবার মাঝে আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে উজ্জ্বলতম তারকা হয়ে।

আরও পড়ুন

খুলে দেয়া হয়েছে সুন্দরবন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

ভারতে রহস্যময় রোগে মারা যাচ্ছে শিশুরা


উল্লেখ্য, আজ সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকী। মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। তার অধিকাংশ সিনেমাই দর্শকনন্দিত এবং ব্যবসাসফল হয়েছিল। কিন্তু এই নায়কের অকাল মৃত্যু আজো মেনে নিতে পারেননি তার ভক্তরা।  

 news24bd.tv/আলী