জাফরুল্লাহ বয়সের কারণে মাঝে মাঝে উল্টা-পাল্টা বলেন: ফখরুল

(বাঁ-দিক থেকে) মির্জা ফখরুল ইসলাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী

জাফরুল্লাহ বয়সের কারণে মাঝে মাঝে উল্টা-পাল্টা বলেন: ফখরুল

অনলাইন ডেস্ক

জাফরুল্লাহ সাহেবের বয়স হয়ে গেছে। তিনি অত্যন্ত সম্মানিত লোক, জ্ঞানী-গুণী লোক। কিন্তু বয়সের কারণে মাঝে মাঝে কিছু উল্টোপাল্টা বলেন। বলতেই পারেন- ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক সফরে এসে আজ দুপুরে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বিভ্রান্তকর ও উল্টাপাল্টা কথাবার্তা না বলতে অনুরোধ জানান।

আরও পড়ুন:


প্রাথমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন তথ্য দিলেন প্রতিমন্ত্রী

ইউলুপ এখন ‌‘যানজটের প্রধান কারণ’

কী সারপ্রাইজ দেবেন মাহি!


তিনি বলেন, আমি তাঁকে (ডা. জাফরুল্লাহ) অনুরোধ জানাবো, যে সমস্ত কথায় জনগণ বিভ্রান্ত হয় সেসব কথা যেন তিনি না বলেন। তারেক রহমানই হচ্ছে বিএনপির নেতা। তারেক রহমানই আমাদের সুসংগঠিত করছেন।

পুরো দল তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গেছে।

news24bd.tv নাজিম/তৌহিদ