পদত্যাগ করলেন মিসবাহ-ওয়াকার

পদত্যাগ করলেন মিসবাহ-ওয়াকার

অনলাইন ডেস্ক

সবাইকে অবাক করে দিয়ে হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ উল হক। তার পদাঙ্ক অনুসরণ করে বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনিসও।

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার কিছুক্ষণ পরেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তারা। অথচ চুক্তির মেয়াদের আরও এক বছর বাকি ছিল।

পদত্যাগপত্রে মিসবাহ লেখেন, ‘জ্যামাইকার কোয়ারেন্টিনে থেকে আমি আমার ২৪ মাসের সময়টা বিশ্লেষণ করার সুযোগ পেয়েছি। আগামী কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের যে সূচি, তাতে বুঝতে পারছি, আমাকে একটা বড় সময় পরিবারের বাইরে জৈব সুরক্ষিত পরিবেশে কাটাতে হবে। আমি পাকিস্তান দলের হেড কোচের পদ থেকে সে কারণেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজের পদত্যাগ প্রসঙ্গে মিসবাহ ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আমি বুঝতে পারছি পদত্যাগের সময়টা সঠিক হচ্ছে না।

তবে আমি মনে করি, আগামী দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমি সঠিক মানসিক অবস্থায় আছি। সময় এসেছে নতুন কারও আমার দায়িত্বটা বুঝে নেওয়ার আর দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। ’

আরও পড়ুন:


প্রাথমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন তথ্য দিলেন প্রতিমন্ত্রী

ইউলুপ এখন ‌‘যানজটের প্রধান কারণ’

কী সারপ্রাইজ দেবেন মাহি!


ওয়াকারের পদত্যাগপত্রেও মোটামুটি একই কারণ লেখা, ‘মিসবাহ আমার সঙ্গে তাঁর ভাবনা বিনিময় করেছে। ওর কথা শুনে আমার মনে হয়েছ আমারও পদত্যাগ করা উচিত। কারণ গত ২৪ মাস ধরে আমরা কাজ করেছি জুটি হিসেবে। তাই ওর পদত্যাগের পর আমারও পদত্যাগ করা উচিত। পাকিস্তান দল ও এর তরুণ প্রতিভাদের সঙ্গে কাজ করাটা আমার জন্য খুব গৌরব আর সন্তুষ্টির বিষয় ছিল। আমি মনে করি আমি যাদের নিয়ে কাজ করেছি, তাদের সবারই উন্নতি হয়েছে। করোনার কারণে গত ১৬ মাস আমরা জৈব সুরক্ষা বলয়ের যে অভিজ্ঞতা নিয়েছি, সেটা একেবারেই নজিরবিহীন। এমন কিছু কখনোই আমরা আমাদের খেলোয়াড়ি জীবনে দেখিনি। ’

news24bd.tv নাজিম