ফেসবুক ও ইউটিউব আমাদের আবেদনে সাড়া দেয় না : মোস্তফা জব্বার

ফেসবুক ও ইউটিউব আমাদের আবেদনে সাড়া দেয় না : মোস্তফা জব্বার

অনলাইন ডেস্ক

ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে মানহানিকর কন্টেন্ট সরানোর ক্ষেত্রে সরকার 'অসহায়' বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

সোমবার রাজধানীর বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে  এ কথা বলেন।

তিনি বলেন, অনেকসময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে মানহানিকর তথ্য সরানোর বিষয়ে আমাদের আবেদনে সাড়া দেয় না।

এসব প্ল্যাটফর্ম থেকে কোন কন্টেন্ট দেখেই তা বন্ধ করে দেয়ার মতো ক্ষমতা ও সক্ষমতা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নেই।

সুতরাং এসব কন্টেন্ট অপসারণ না করার জন্য বিটিআরসিকে দায়ী করাও অবিচার।

আরও পড়ুন

খুলে দেয়া হয়েছে সুন্দরবন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

ভারতে রহস্যময় রোগে মারা যাচ্ছে শিশুরা


 

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল এসব অপরাধকে কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না।

 news24bd.tv/আলী