মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফের প্লাবিত নিন্মাঞ্চল

অনলাইন ডেস্ক

অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর জয়পুর অংশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে  ফের প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। লোকালয়ে পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে ফুলগাজী উপজেলার তিনগ্রামের হাজারো মানুষ। ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল।   এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

 

এ চিত্র ফেনীর ফুলগাজী উপজেলার। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর জয়পুর অংশের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। লোকালয়ে পানি প্রবেশ করায় পানিবন্দি ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রামের হাজারো মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ।

তলিয়ে গেছে জমির ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থরা । ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ করেছেন অনেকে।

প্রতিবছরই বর্ষা মৌসুমে মুহুরী নদীর বাঁধ ভাংগনের কবলে পড়ে। এজন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আর ঠিকাদারের গাফিলতিকে দুষছেন এলাকবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন:


প্রাথমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন তথ্য দিলেন প্রতিমন্ত্রী

ইউলুপ এখন ‌‘যানজটের প্রধান কারণ’

কী সারপ্রাইজ দেবেন মাহি!


সংশ্লিষ্টরা বলছেন, এ বছর বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বেশি হওয়ায় বাধ টেকসইভাবে বাঁধ সংস্কার করা সম্ভব হয়নি। এ কারণেই পাহাড়ী ঢলে আবারও একই স্থানে ভাঙন দেখা দিয়েছে।  

এর আগে গেল ২৬ আগস্টও মুহুরী নদীর এই অংশেই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় ফুলগাজী সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম।

news24bd.tv নাজিম