দোয়া ও খাবার বিতরণের মধ্যদিয়ে  নানকপুত্র সায়েমের মৃত্যুবার্ষিকী পালিত

দোয়া ও খাবার বিতরণের মধ্যদিয়ে নানকপুত্র সায়েমের মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক

মিলাদ, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আরজুমান বানু নার্গিস দম্পতির একমাত্র একমাত্র ছেলে সায়েম-উর-রহমান সায়েমের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বনানী কবরস্থানে পরিবারের সদস্য ও সীমিত পরিসরে দলীয় নেতাকর্মীরা বনানীতে সায়েম-উর-রহমানের কবর জিয়ারত করেন। পরে বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে জোহরের নামাজ আদায় মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।  

এসময় ছিন্নমূল ও দরিদ্র-অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক তার ছেলে সায়েমের স্মৃতিচারণ করে তার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। করোনা ভাইরাসের কারণে ধানমন্ডিতে জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে বাদ মাগরিব সীমিত পরিসরে পারিবারের সদস্যরাই কোরখান খতম ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন

খুলে দেয়া হয়েছে সুন্দরবন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

ভারতে রহস্যময় রোগে মারা যাচ্ছে শিশুরা


 

এছাড়াও তার নির্বাচনী এলাকা ঢাকা-১৩ আসনের অন্তর্গত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে বিভিন্ন মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

 news24bd.tv/আলী