সুড়ঙ্গপথের ভিতর দিয়ে তীব্রগতিতে বিমান উড়িয়ে রেকর্ড (ভিডিও)

Other

এই প্রথমবারের মতো তুরস্কে সুড়ঙ্গপথের ভিতর দিয়ে তীব্রগতিতে বিমান উড়িয়ে রেকর্ড গড়লেন ইতালীয় এক স্টান্ট পাইলট। একইদিনে দুটি টানেলের ভেতর দিয়ে ১ হাজার ৫২০ মিটার পথ বিমান চালনা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন দারিয়ো কস্তা নামের এই বৈমানিক।  

পৃথিবীর সবচেয়ে দুঃসাহসী কাজগুলোর একটি হচ্ছে উড়োজাহাজকে সঠিকভাবে আকাশে চালানো। আর সেই যানকেই যদি চালানো হয় সুড়ঙ্গপথের মতো সরু রাস্তা দিয়ে, সে দৃশ্য দেখতে পেলে তো চক্ষু চড়কগাছ।

ইস্তাম্বুলের কাছে সড়কের দুটি টানেলের ভিতর বিমান চালিয়ে এমনই এক রেকর্ড গড়লেন ইতালীয় পাইলট দারিয়ো কস্তা।

শনিবার জিভকো এজ 540 রেসিং প্লেন দিয়ে প্রচন্ড বাতাসের মধ্যে শ্বাসরুদ্ধকর এই অভিযান পরিচালনা করা হয়। ঘণ্টায় ২৪৫ কিলোমিটার গতিবেগে মাত্র ৪৩ দশমিক ৪৪ সেকেন্ডে টানেল দুটি অতিক্রম করেন দারিয়ো। দুটি টানেলের ভেতর দিয়ে মোট ১ হাজার ৫২০ মিটার পথ অতিক্রম করে উড়ে যান আকাশে।

বিমান দিয়ে ৩৬০ ডিগ্রি লুপ সম্পন্ন করে উদযাপন করেন নিজের বিজয়কে।


আরও পড়ুন:

ফ্লোরিডায় এক বন্দুকধারীর গুলিতে শিশুসহ ৪ জন নিহত

মৃত্যুর ২৫ বছর পরেও তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সায়রা বানু

৭ মিনিটেই স্থগিত! পূর্ণ তিন পয়েন্ট পেতে চলেছে আর্জেন্টিনা


"আমার জীবনের সেরা আবেগঘন মুহূর্তের মধ্যে এটি অন্যতম। এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছিলাম। কখনোই এতো সরু রাস্তায় বিমান উড়াইনি। কেউই উড়ায়নি। মৃত্যুর ঝুঁকি ছিল। স্মরণীয় এই অভিযান শেষ করতে পেরে খুব হালকা লাগছে এখন। "

দুর্দান্ত এমন স্টাণ্ট এবারই প্রথম বাস্তবে করিয়ে দেখালেন কেউ, দেখলে মনে হবে হলিউড মুভির কোন দৃশ্য।

news24bd.tv/এমি-জান্নাত