হাসপাতাল ফিরছে স্বাভাবিক অবস্থায়

Other

দেশে করোনা সংক্রমণ এখন দশ শতাংশের নিচে। মহামারির প্রভাব কমেছে। এর প্রভাব চোখে পড়ছে রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে। করোনা প্রকোপ কমায় এখন গুরুত্বপূর্ণ সাধারণ রোগীর চিকিৎসা।

এজন্য পূর্ণরূপে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো।  

কোভিড ডেডিকেটেড হওয়া স্বত্তেও রোগীদের সুবিধার্থে বহিঃবিভাগ খোলা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে ৫০০ শয্যার হাসপাতালে করোনা রোগী ভর্তি মাত্র ১৩১ জন।

এছাড়া গেল ৭২ ঘন্টায় সারাদেশে করোনা সংক্রমণের হার ১০ শতাংশের নিচে।

যদিও সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলেই তা নিরাপদ। রোগীদের সেবা দানে দ্রুত পূর্ণ চিকিৎসা সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

যেসব হাসপাতাল অন্যান্য চিকিৎসার পাশাপাশি করোনা চিকিৎসা চালু রেখেছে তারাও চান সাধারণ চিকিৎসা সেবাকে আরও বেগবান করতে।

আরও পড়ুন

খুলে দেয়া হয়েছে সুন্দরবন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

ভারতে রহস্যময় রোগে মারা যাচ্ছে শিশুরা


 

পূর্ণাঙ্গ চিকিৎসায় ফেরার পাশাপাশি দেশব্যাপি ডেঙ্গুর প্রকোপ ও করোনা সংক্রমনের বিষয়কে আমলে নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু ওয়ার্ড ও কোভিড ১৯ আইসোলেশন ওয়ার্ডের পাশাপাশি টিকা কার্যক্রমও চলবে স্বাভাবিক গতিতে।

 news24bd.tv/আলী