পরীমণিকে পাঠানো সেই চিঠিতে যা ছিল

পরীমণিকে পাঠানো সেই চিঠিতে যা ছিল

অনলাইন ডেস্ক

বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে মাদকসহ পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এরপর ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। অবশেষে গত ১ সেপ্টেম্বর দীর্ঘ ২৭ দিন পর জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরেন এই অভিনেত্রী।

পরীমণি বিভিন্ন সময় ভক্তদের সাথে তার নানান বিষয় ফেসবুকে শেয়ার করেন। তবে ক'দিন কারাগারে থাকার কারণে ছিল না কোনো আপডেট। বাসায় ফিরেই আবারও সরব হচ্ছেন এই চিত্রনায়িকা। রোববার (৫ সেপ্টেম্বর) পরীমণি একটি চিঠির ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

   

ক্যাপশনে তিনি লিখেন, ‘একটা চিঠি। আমার সব শক্তির গল্প এখানেই। ’ পোস্ট করা চিঠিতে দেখা যায়, ‘নানু আমি ভালো আছি। কোনো চিন্তা করবা না। তোমার সাথে শিগগিরই দেখা দিব। ’

আরও পড়ুন:


আফগানিস্তানে কেয়ারটেকার সরকার গঠন করতে যাচ্ছে তালেবান

৭ মিনিটেই স্থগিত! পূর্ণ তিন পয়েন্ট পেতে চলেছে আর্জেন্টিনা

মাদক সিন্ডিকেটের হাতে পৌঁছে যাচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র

একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি: পরীমণি


চিঠিটি কার হাতের লেখা তা ক্যাপশনে উল্লেখ করেন নি পরীমণি। জানা যায়, জেলে থাকা অবস্থায় চিঠিটি লিখে পাঠিয়েছেন পরীর নানা শামসুল হক।   

news24bd.tv রিমু

এই রকম আরও টপিক