কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে নারী, তালেবানের গুলি

কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে নারী, তালেবানের গুলি

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান।   কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে এ বিক্ষোভ হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ৭০ জনের মতো বিক্ষোভকারী কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলেন নারী।

বিক্ষোভে যোগ দেওয়া ব্যক্তিরা ব্যানার বহন করেন। এসব ব্যানারে পাকিস্তানবিরোধী কথা লেখা ছিল। বিক্ষোভকারীরা পাকিস্তানবিরোধী নানান স্লোগানও দেন।

আরও পড়ুন:


চীনের ১৯ যুদ্ধবিমান ঢুকল তাইওয়ানে

গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি

খিলগাঁও ও কেরানীগঞ্জ থেকে ফেনসিডিল-গাঁজা উদ্ধার

কারাভোগ শেষে ভারত ফিরল তিনজন


আফগানিস্তানের বিভিন্ন বিষয়ে ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে পাকিস্তানবিরোধী বিক্ষোভ করেন তাঁরা।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে একপর্যায়ে তালেবান সদস্যরা আকাশে ফাঁকা গুলি ছোড়েন।  

তালেবানকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখন তালেবানকে সরকার গঠনে সহায়তা করছে পাকিস্তান। এ লক্ষ্যে দিন দুয়েক আগেই এক অঘোষিত সফরে কাবুলে যান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ।

সেখানে তিনি বলেন, আফগানিস্তানে চলমান অস্থিতিশীল পরিস্থিতি একসময় ঠিক হয়ে যাবে।

news24bd.tv তৌহিদ