করোনা ছড়ানোর অভিযোগে ৫ বছরের কারাদণ্ড

করোনা ছড়ানোর অভিযোগে ৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ভিয়েতনামে এক ব্যক্তিকে করোনাভাইরাস ছড়ানোর অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি হোম কোয়ারেন্টিন অমান্য করে অন্যদের সংস্পর্শে গিয়েছিলেন। তারপর অন্যদের  মধ্যে করোনা ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন লে ভান ট্রি নামের ওই ব্যক্তি।

 করোনার হটস্পট হো চি মিন সিটি থেকে গত জুলাইয়ে লে ভান ট্রি নামের ওই ব্যক্তি তার নিজের শহর চা মাউ প্রদেশে গিয়েছিলেন।

ফলে প্রাণঘাতী এই ভাইরাস অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। গত ৭ জুলাই তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এর পরেই তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। কিন্তু তিনি কোয়ারেন্টিন অমান্য করে তার নিজের শহরে গিয়ে লোকজনের সংস্পর্শে আসেন।
তিনি ইচ্ছে করেই অন্যদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে ২১ দিনের কোয়ারেন্টিন নীতি ভঙ্গ করার অভিযোগ উঠেছে।


আরও পড়ুন:

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা!

সরকারি কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ সম্বোধনের আইন নেই

নায়ক মান্নার স্ত্রীর রিট: কপিরাইট আইনের চারটি ধারা নিয়ে রুল


এক রিপোর্ট অনুযায়ী, লে ভান ট্রি কোয়ারেন্টিন অমান্য করায় বহু মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনকি তার সংস্পর্শে আসা এক ব্যক্তি গত ৭ আগস্ট করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেন ভান ট্রির কারণে আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

news24bd.tv/এমি-জান্নাত