আওয়ামী লীগ সরকার তাবেদার সরকার, পুতুল সরকারে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির মতবিনিময় সভায় তিনি বলেন, পুলিশ হয়েছে দেশের রাজা। এখানে রাজনৈতিক নেতাদের কোনো সম্মান নেই।
আরও পড়ুন:
চীনের ১৯ যুদ্ধবিমান ঢুকল তাইওয়ানে
গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি
খিলগাঁও ও কেরানীগঞ্জ থেকে ফেনসিডিল-গাঁজা উদ্ধার
ফখরুল আরও বলেন, দুর্নীতি এদেশের প্রতিটি জায়গায় ঢুকে গেছে। ২০ টাকার মাস্ক কিনে ৭’শ টাকায় বিক্রি হচ্ছে। দলের নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
news24bd.tv তৌহিদ