মার্কিন সামরিক রসদবাহী বহরে হামলা

মার্কিন সামরিক রসদবাহী বহরে হামলা

অনলাইন ডেস্ক

ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের উপর হামলা দিনকে দিন বাড়ছে।   ইরাকের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন মার্কিন সেনা বহরের ওপর এ হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সময় খবর বের হয়। এবার ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর রসদবাহী একটি বহরে হামলা হয়েছে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান যখন দিন দিন জোরদার হচ্ছে তখন এই হামলা হলো।

বাবিল প্রদেশের কালসু সেতুর কাছে মার্কিন বহর হামলার শিকার হয়।

আরও পড়ুন:


চীনের ১৯ যুদ্ধবিমান ঢুকল তাইওয়ানে

গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি বৃদ্ধি

খিলগাঁও ও কেরানীগঞ্জ থেকে ফেনসিডিল-গাঁজা উদ্ধার

কারাভোগ শেষে ভারত ফিরল তিনজন


একটি নিরাপত্তা সূত্র ইরাকের শাফাক নিউজ এজেন্সি জানিয়েছে যে, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের জন্য সামরিক সরঞ্জামাদি নেওয়া হচ্ছিল ওই বহরে করে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব এখন পর্যন্ত স্বীকার করেনি।

তবে আসহাব আল-কাহাফ নামে একটি সংগঠন সামাজিক যোগাযোগের মাধ্যমে হামলার একটি ভিডিও আপলোড করেছে।

 

এই সংগঠন এর আগেও কয়েকবার মার্কিন সামরিক বহরের উপর হামলার দাবি করেছিল।

news24bd.tv তৌহিদ