দেড় বছরেও সহজলভ্য হয়নি করোনা টেস্ট

Other

করোনা সংক্রমণের দেড় বছর পরও দেশে সহজলভ্য হয়নি করোনা টেস্ট। ৩৬ জেলায় নেই আরটি পিসিআর ল্যাব। নমুনা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন জেলার নমুনা একসাথে টেস্ট করার কারণে, অপেক্ষার কাল দীর্ঘ হয়।

যা ফল পেতে দেরি হওয়ার প্রধান কারণ।  

নাটোরের খন্দকার নাইমুর রহমান চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। কোভিড পরীক্ষার সনদ পেতে তাই তাকে নাটোর থেকে আসতে হয়েছে রাজশাহীতে। চাঁপাইনবাবগঞ্জ থেকেও পরীক্ষার জন্য রাজশাহীতে আসে নমুনা।

রংপুরের আট জেলার ভরসা দুটি ল্যাব।

আগস্টের মাঝামাঝি পর্যন্ত পরীক্ষার জন্য ল্যাবে যে পরিমাণ নমুনা আসতো, এখন তা অর্ধেকে নেমেছে। তাই আগের নমুনা জট কাটিয়ে ওঠা গেছে-দাবি ল্যাব সংশ্লিষ্টদের।  

রাজশাহী বিভাগের নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে নেই কোভিড পরীক্ষার ল্যাব। রংপুর বিভাগের আট জেলার জন্য দুটি ল্যাব। দেড় সময় পেলেও সব জেলায় কোডিভ পরীক্ষা নিশ্চিত করা যায়নি। যা ভোগান্তিতে ফেলেছে মানুষকে।

আরও পড়ুন:


গ্রেপ্তার জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ

করোনায় আক্রান্ত জাপা মহাসচিব, হাসপাতালে ভর্তি

৭ বছর কারাদণ্ড হতে পারে নুসরাতের

দুদকের তৃতীয় দিনের রিমান্ডে পিকে হালদারের সহযোগী নাহিদা-শুভ্রা


সিভিল সার্জন অবশ্য বলছেন, সংক্রমণ কমে আসায় এখন ভোগান্তি নেই কোভিড পরীক্ষায়। যারা আসছেন, তারা বুথে নমুনা দিতে পারছেন।

করোনা শনাক্তে আরটি-পিসিআর টেস্ট সুবিধা অপ্রতুল। ফলে টেস্ট করাতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীকে, উপসর্গ নিয়ে বাড়ছে মৃত্যু।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক