নামাজের কি কাফফারা হয়?

নামাজের কি কাফফারা হয়?

অনলাইন ডেস্ক

নামাজের কোনো কাফফারা ইসলামী শরিয়তের মধ্যে নেই। এটা রাসুল (সা.) বা সাহাবিদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং, নামাজের কাফফারা কোনোভাবেই হয় না।  

ইসলামী শরিয়াহ অনুযায়ী ইচ্ছাকৃতভাবে নামাজ তরফকারী ব্যক্তি কাফের।

আর যদি ভুলে সালাত আদায় করতে না পারেন, তাহলে তিনি যখনই সুযোগ পাবেন, তখনই সালাত আদায় করে নেবেন।

যদি অসুস্থ বা শারীরিক অক্ষমতার কারণে কেউ সালাত আদায় করতে না পারেন, তাহলে তিনি অসুস্থ ব্যক্তির সালাত আদায় করার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে সালাত আদায় করবেন।  

আরও পড়ুন:


গ্রেপ্তার জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ

করোনায় আক্রান্ত জাপা মহাসচিব, হাসপাতালে ভর্তি

৭ বছর কারাদণ্ড হতে পারে নুসরাতের

দুদকের তৃতীয় দিনের রিমান্ডে পিকে হালদারের সহযোগী নাহিদা-শুভ্রা


যদি সে ক্ষেত্রেও তিনি অক্ষম হন, সেটা মানসিক কারণে বা হুঁশ না থাকার কারণে সালাত আদায় করার কোনো ধরনের সক্ষমতা তার নেই প্রমাণিত হয়, তাহলে তাঁর ওপর সালাত আদায় করার কোনো বিধান নেই। তার ওপর সালাত ফরজ থাকবে না।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক