সালমান খান ও অক্ষয় কুমারসহ ৪০ তারকার বিরুদ্ধে মামলা

সালমান খান ও অক্ষয় কুমারসহ ৪০ তারকার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

বলিউড ভাইজান সালমান খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন এবং রাকুল প্রীত সিংসহ ৩৮ জন ভারতীয় তারকার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। দিল্লির উকিল গৌরব গুলাটি সবজিমান্ডি পুলিশ থানায় ভারতীয় পেনাল কোড ধারা ২২৮ এ-এর অধীনে মামলাটি করেছেন।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৯ সালে হায়দরাবাদে ঘটে যাওয়া এক নৃশংস গণধর্ষণের ঘটনা। চার পুরুষ মিলে এক মেয়েকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে হত্যা করে।

সে সময় সামাজিক মাধ্যমে অনেকেই এ নৃশংস ঘটনার প্রতিবাদ জানান। সেসময় বলিউডের এই তারকারাও নেট দুনিয়ায় ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু এর মধ্যে অনেক তারকা মেয়েটির পরিচয় প্রকাশ করেছিলেন। আর তাই এসব তারকার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বলিউড তারকাদের পাশাপাশি এই তালিকায় দক্ষিণী তারকাদের নামও আছে।

গৌরবের অভিযোগ, ভারতীয় তারকারা আইন ভেঙে ধর্ষণের শিকার মেয়েটির পরিচয় সামনে এনেছেন। গৌরব গুলাটি তার অভিযোগপত্রে এই তারকাদের দ্রুত গ্রেপ্তারের জন্যও দাবি জানিয়েছেন।

আরও পড়ুন:


আফগানিস্তানে কেয়ারটেকার সরকার গঠন করতে যাচ্ছে তালেবান

চলছে একনেক বৈঠক, অনুমোদন হতে পারে ৮ প্রকল্প

মাদক সিন্ডিকেটের হাতে পৌঁছে যাচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র

একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি: পরীমণি


তার অভিযোগ, তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম তাদের প্রকাশ্যে লেখা উচিত হয়নি। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে। এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে লেখা যায় না।

news24bd.tv/আলী