এখনই খুলছে না যেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান

এখনই খুলছে না যেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

এখনই যেসব এলাকা বন্যা কবলিত সেসব এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে কোনও বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার মাউশি জানায়, বন্যা পরিস্থিতির পর এসব এলাকার স্কুলগুলোতে সুবিধাজনক সময়ে শ্রেণি পাঠদান শুরু করতে হবে। তবে বন্যাকবলিত জেলাগুলোতে যেসব বিদ্যালয় বন্যাকবলিত হয়নি, কিংবা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে না, সেগুলোতে যথাসময়ে শ্রেণি পাঠদান চালু থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘যেসব বিদ্যালয় বন্যাকবলিত সেসব বিদ্যালয় খুলে দিয়ে শ্রেণি পাঠদান করার প্রয়োজন নেই।

তারা পরে শ্রেণি পাঠদান শুরু করবে। অনেক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়টিও গুরুত্ব দেয়া হচ্ছে।

আরও পড়ুন:


আফগানিস্তানে কেয়ারটেকার সরকার গঠন করতে যাচ্ছে তালেবান

চলছে একনেক বৈঠক, অনুমোদন হতে পারে ৮ প্রকল্প

মাদক সিন্ডিকেটের হাতে পৌঁছে যাচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র

একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি: পরীমণি


 

তিনি আরও বলেন, ‘বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হবে। ওই নির্দেশনা অনুযায়ী, তারা সরাসরি বিদ্যালয়ে ক্লাস পরিচালনা করবেন না।

তবে অনলাইনে ক্লাস পরিচালনা করতে হবে। ’

news24bd.tv/আলী