একের পর এক রেকর্ড গড়ছে পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের বড় উত্থানে শেষ হয়েছে লেনদেন।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সসহ অন্য সব সূচকেও অতীতের সব রেকর্ড ভেঙে গড়েছে নতুন রেকর্ড। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস ধরে ডিএসই ও সিএসইতে সূচকের উত্থান হয়েছে।
এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিন শেষে ডিএসইতে ৩৭৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দাম। ডিএসইতে এদিন ২ হাজার ৮৫৬ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম।
news24bd.tv/এমি-জান্নাত