কে এই মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ

কে এই মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের ক্ষমতায় আসার তিন সপ্তাহেরও বেশি সময় পর তালেবান এক নতুন অন্তর্বর্তী সরকারের নাম ঘোষণা করেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তিনি তালেবান নেতৃত্বের 'রেহবারি শুরা'র প্রধান। তিনি তালেবানের আগের সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের এই ‍উত্থান কিন্তু আকস্মিক নয়। তিনি তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী ‘রেহবারি শুরা’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এটিকে অনেকটা একটি সরকারের মন্ত্রিসভার মতো বলা যায়, যেখানে সর্বোচ্চ নেতার অনুমতিক্রমে গ্রুপের সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হাসান আখুন্দ।

এছাড়া কান্দাহারে জন্ম নেয়া হাসান আখুন্দ তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা। গত ২০ বছর ধরে তিনি রেহবারি শুরার প্রধান হিসেবে আছেন। একই সাথে তালেবানের বর্তমান প্রধান মোল্লা হেবাতুল্লাহ’র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।

news24bd.tv নাজিম