ফিরলেন আমেনা, খুশির জোয়ারে ভাসছে গ্রাম

অনলাইন ডেস্ক

নিখোঁজ ছিলেন। ফিরলেন ২২ বছর পর। আমেনা বেগম নামে বগুড়ার এক নারী সোমবার বগুড়ার ধুনটে ফিরে আসেন ছেলের বাড়িতে। নেপালে বাংলাদেশ দূতাবাস ও জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের সহযোগিতায় স্বজনদের ফিরে পান ওই নারী।

 

এতে খুশির বন্যা বইছে তার গ্রামে। এলাকাবাসী ও স্বজনরা এজন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন।  

ধরেই নেয়া হয়েছিলো মারা গেছেন কিছুটা মানসিক ভারসাম্যহীন আমেনা বেগম। বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে তার বাড়ি।

১৯৯৮ সালে স্বামী আজগার আলীকে হারান আমেনা। এরপর বড় ছেলে সৌদি আরব চলে গেলে বাড়ি থেকে বের হয়ে যান।

চলতি বছরের মে মাসে, সন্তানদের কাছে আমেনা খাতুনের ছবি দেখিয়ে এনএসআই কর্মকর্তারা জানান, তাদের মা নেপালে। এরপর নেপালে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ভিডিও কলে কথা হয় মা-সন্তানের। আশা ছেড়ে দেয়া সন্তানরা মা-কে পেয়ে আবেগ আপ্লুত।

নেপাল থেকে সম্পূর্ণ সরকারি খরচে আমেনা খাতুন দেশে ফিরেছেন। এজন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তার স্বজনরা।

আরও পড়ুন:


নোয়াখালীতে প্রকাশ্যে গুলি, একে অপরকে দুষছেন আওয়ামী লীগ নেতারা

কে এই মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ

সিরিজ জয়ের মিশনে বিকেলে নামছে টাইগাররা


এতো বছর আগের স্মৃতি খুব একটা মনে নেই আমেনার। কিভাবে নেপাল পৌঁছালেন তাও অস্পষ্ট স্মৃতিতে।

বগুড়ার ধুনটে আমেনা খাতুনের ছেলের বাড়িতে এখন মানুষের ভিড়-সবাই একনজর দেখতে চান এই বৃদ্ধাকে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক