আবদুস সালামের মৃত্যুর পর হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মুফতি ইয়াহিয়া
আবদুস সালামের মৃত্যুর পর হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মুফতি ইয়াহিয়া

আবদুস সালামের মৃত্যুর পর হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মুফতি ইয়াহিয়া

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) পদে নিয়োগ দেওয়া হয়েছে মুফতি ইয়াহিয়াকে। এর মধ্য দিয়ে মাদরাসাটির প্রয়াত মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

বুধবার (৮ সেপ্টেম্বর) মাদরাসার শুরা বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।

এ সময় তিনি বলেন, আমরা বৈঠকে মুহতামিম পদে প্রথমে আবদুস সালাম চাটগামী, নায়েবে মুহতামিম পদে মুফতি ইয়াহিয়াকে এবং মঈনে মুহতামিম পদে মুফতি জসিম উদ্দিনের নাম প্রস্তাবনা করেছিলাম। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই হার্ট অ্যাটাক করেন আবদুস সালাম চাটগামী।

আরও পড়ুন


জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি: ওবায়দুল কাদের

জাপানি মাকে নিয়ে অপপ্রচার চালানো সব ভিডিও সরানোর নির্দেশ

বিএনপি-জামায়াতের সন্ত্রাসবাদে অনেক সরকারি সম্পদ নষ্ট হয়েছে: প্রধানমন্ত্রী

পরকীয়ায় জড়িয়ে নিজ ঘরেই লাশ হলেন প্রবাসীর স্ত্রী


নানুপুরী আরও বলেন, বৈঠকের সময় আবদুস সালাম চাটগামী নিজ রুমে অবস্থান করছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন না।

পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। এরপর ভারপ্রাপ্ত মুহতামিম বা মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে বৈঠক আপাতত মূলতবি ঘোষণা করা হয়।

news24bd.tv এসএম