পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই : তালেবানঘোষিত শিক্ষামন্ত্রী

পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই : তালেবানঘোষিত শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তালেবানঘোষিত শিক্ষামন্ত্রী শেখ মৌলভী নুরুল্লাহ মুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, উচ্চ শিক্ষার আসলে কোনো দরকার আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন।

তিনি বলেছেন, বর্তমানে পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। আপনারা দেখছেন, মোল্লা এবং তালেবানরা ক্ষমতায় আছেন; তাদের পিএইচডি, মাস্টার্স এমনকি উচ্চবিদ্যালয় পাসেরও ডিগ্রি নেই।

কিন্তু তারা এখন সবার চেয়ে বড়।

তার এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে।

এদিকে আফগানিস্তানে তালেবানরা নতুন সরকারের পুরুষ সদস্যদের নাম ঘোষণা করার পর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবান সরকার যে নামগুলো ঘোষণা করেছে, তাদের মধ্যে অনেকেই মার্কিন বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িত।


আরও পড়ুন

হাতে ইনজুরি সৌম্যর!

মোবাইল ফোন গিলে ফেলে হাসপাতালে ভর্তি!

নতুন ছবিতে আবারও ভক্তদের মনে ঝড় তুললেন জয়া

জাপানি মাকে নিয়ে অপপ্রচার চালানো সব ভিডিও সরানোর নির্দেশ


news24bd.tv/এমি-জান্নাত