করোনা প্রকোপ কমলেও আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

করোনা প্রকোপ কমলেও আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

Other

ধীরে ধীরে করোনা প্রকোপ কমলেও এখনো আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড হচ্ছে হাসপাতালে। রাজধানীর সরকার-বেসরকারী ৪১টি হাসপাতালে প্রতিদিনই অন্তত ১২ জন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। প্রতিনিয়ত এমন রোগী বাড়ার পিছনে বৃষ্টিপাতকে কারণ বলছেন চিকিৎসকরা।

আক্রান্তরা বলছেন, অল্পকিছু ছাড়া বেশিরভাগ হাসপাতালে কাঙ্খিত সেবা মেলে না।

ঢাকা মহানগরের ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয় গেলো মঙ্গলবার, যা চলতি বছরে একদিনের হিসাবে সর্বোচ্চ । এর বাইরে দেশের অন্যান্য স্থানের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭ জন। সেপ্টেম্বরের প্রথম সাতদিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার দুইশোর মতো।

একই সময়ে এই ভাইরাস জ্বরে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

এবারের ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে শিশু সব চাইতে বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেনভি-৩ এর আগে ২০১৯ ও ২০২০ সালে প্রাপ্ত বয়স্করা বেশি আক্রান্ত হ্ওয়া এবছর শিশুদের ঝুকি বেশি। হাসপাতালে ভর্তি হ্ওয়া একেকটি শিশু সুস্থ হতে সময় লাগছে অন্তত দুই সপ্তাহ।

চিকিৎসকরা বলছেন, মাঝে কিছুটা কমলেও এখন আবার রোগী বাড়তে শুরু করেছে হাসপাতালে। যাদের  বেশিরভাগ আসছেন একেবারে শেষ সময়ে। বৃষ্টিপাত না কমায় কোন অভিযানেই মশার প্রাদুর্ভাব কমছে না।

রোগী বাড়তে থাকলেও নানা জটিলতায় এখনো ডেঙ্গু ভর্তি শুরু করা যায়নি মিরপুরের লালকুঠি আর রেল্ওয়ে হাসপাতালে।     


আরও পড়ুন

পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই : তালেবানঘোষিত শিক্ষামন্ত্রী

হাতে ইনজুরি সৌম্যর!

মোবাইল ফোন গিলে ফেলে হাসপাতালে ভর্তি!

নতুন ছবিতে আবারও ভক্তদের মনে ঝড় তুললেন জয়া


news24bd.tv/এমি-জান্নাত