বিশ্বকাপ বাছাই : জয়ের দেখা পেয়েছে পর্তুগাল, ফ্রান্স

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলে জয়ের দেখা পেয়েছে পর্তুগাল, ফ্রান্স। এ গ্রুপের ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। আর অন্য ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে জয়ের পথে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছে দিদিয়ে দেশমের দল।

 

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এ গ্রুপের ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরল পর্তুগাল।

রোনালদোকে ছাড়া পর্তুগাল শুরু থেকে আধিপত্য ধরে রেখে এগিয়ে যায় ২৬ মিনিটে। বের্নার্দো সিলভার কোনাকুনি ভলি জাল খুজে নেয়। পাঁচ মিনিট পর পাসিং ফুটবলে সাজানো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল।

প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতায় গোলমুখে ফাঁকায় বল পেয়ে গোলটি করেন আন্দ্রে সিলভা।

দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ায় পর্তুগাল। ৫৮ মিনিটে বের্নার্দো সিলভার বাঁ পায়ের উঁচু শট লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। ৭৫ মিনিটে মেলে তৃতীয় গোলের দেখা। জোয়াও কানসেলোর ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড জটা।

বাছাইয়ে আর তিন ম্যাচ বাকি আছে পর্তুগালের। আগামী ১২ অক্টোবর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ লুক্সেমবার্গ।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ের অন্য ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে জয়ের পথে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। নিজেদের মাঠে ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে দিদিয়ে দেশমের দল।


বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


চোটের কারণে দলের বাইরে কিলিয়ান এমবাপে। জয়ের খোঁজে অলিম্পিক লিওঁর মাঠে শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না ফ্রান্স। অবশেষে ম্যাচের ২৫ মিনিটে গ্রিজমানের দারুণ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৫২ মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। অবশ্য পরের মিনিটেই আরেকটি দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রিজমান। জাতীয় দলের হয়ে ৯৮ ম্যাচে গ্রিজমানের গোল হলো ৪১টি। ৬ ম্যাচে ৩টি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ফ্রান্স।
 news24bd.tv/আলী