প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

Other

রাজধানী এবং রাজধানীর বাইরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে অনেকেই ছুটছেন বেসরকারি হাসপাতালে। আবার অনেকে, কোনরকম সিট পেলেও পাচ্ছেন না আইসিইউ। সেক্ষেত্রে ভোগান্তী পোহাতে হচ্ছে ব্যাপক।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর রোগীদের চিকিৎসার জন্য কেবল হাসপাতাল নির্ধারণ করে দিলেই হবে না, তার সক্ষমতা আগে যাচাই করতে হবে।  

সরকারি হাসপাতালে সিট না পেয়ে তারা বাধ্য হয়েছেন বেসরকারি হাসপাতালে ভর্তি হতে। আবার অনেকের অভিযোগ, সিট থাকলেও সহজে মিলছে না আইসিইউ। সেক্ষেত্রে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

 

অন্যদিকে, সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা বলছেন, অনেক কষ্টে সিট পেলেও শংকটাপন্ন অবস্থায় মিলছে না আইসিইউ। এমনকি প্রয়োজনীয় ওষুধও কিনতে হচ্ছে বাইরে থেকে।


বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


 

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে রাজধানীর ছয়টি হাসপাতাল এই রোগের চিকিৎসায় নির্ধারণ করে দিলেও বেশিরভাগই চিকিৎসা দিতেপুরোপুরি প্রস্তুত নয়। চিকিৎসকরা বলছেন, শুধু হাসপাতাল নির্ধারণ করে দিলেই হবে না, তার সক্ষমতা আগে যাচাই করতে হবে।

চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৩ হাজার।

news24bd.tv/আলী