হাসপাতালে আগুনে পুড়ে ১০ করোনা রোগীর মৃত্যু

হাসপাতালে আগুনে পুড়ে ১০ করোনা রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক

দক্ষিণ মেসিডোনিয়ায় একটি হাসপাতালে আগুনে পুড়ে ১০ জন করোনারোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টেটোভো শহরের একটি হাসপাতাল ভবন আগুনের শিকা ও ধোঁয়ার মেঘপিণ্ড দেখা গেছে। এ বিষয়ে অগ্নিনির্বাপক কর্মীরা জানান, এক ঘণ্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেনকো ফিলিপ্স আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা বাড়তে পারে।  

আরও পড়ুন:


আফগান জনগণের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি

তালেবান সরকারের অভিষেক হচ্ছে ১১ সেপ্টেম্বর, ইরানসহ ৬ দেশকে আমন্ত্রণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দলে ফিরলেন ধোনি, এবার নতুন ভূমিকায় ‘ক্যাপ্টেন কুল’

অর্থ নিয়ে পালানোর ব্যাপারে তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আশরাফ গনি


তিনি জানান, রাজধানীর স্কোপজে কিছু সংখ্যক রোগীকে নিরাপদে হাসপাতালটি থেকে সরানো হয়েছে। এছাড়া আহতদের বাঁচাতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনাকে তিনি একটি ‘ভয়ংকর দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে এটি এখনও স্পষ্ট নয় যে হাসপাতালটিতে কতজন করোনারোগী চিকিৎসা নিচ্ছিলেন।

সূত্র: বিবিসি

news24bd.tv রিমু