আসামে মাঝনদীতে দুই নৌকার সংঘর্ষ, ১২০ যাত্রীসহ নৌকাডুবি

আসামে মাঝনদীতে দুই নৌকার সংঘর্ষ, ১২০ যাত্রীসহ নৌকাডুবি

অনলাইন ডেস্ক

ভারতের আসামে  ব্রহ্মপুত্র নদীতে নৌকাডুবিতে একজন নিহত ও অন্তত ৩০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নৌকাটিতে ১২০ জন আরোহী ছিলেন। ৪২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের জোরহাট এলাকার কর্মকর্তারা। আর কিছু মানুষ সাঁতার কেটে কিনারায় পৌঁছায়।

জোরহাটের পুলিশ সুপার অঙ্কুর জৈন বলেন, আমরা স্থানীয় এবং অন্যান্য দুর্যোগকালীন বাহিনীর সহায়তায় অনেক মানুষকে উদ্ধার করেছি। অভিযানের সময় আমরা একজন মেয়েকে উদ্ধার করি। কিন্তু সে বাঁচেনি। এ পর্যন্ত কেবল ওই একজনই মারা গেছে।

অঙ্কুর বলেন, আমরা ৪২ জনকে উদ্ধার করেছি। আর নিখোঁজ রয়েছে ৩০ জনের বেশি।

ঘটনাটি স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

জঙ্গি আস্তানায় চলছে র‌্যাবের অভিযান, আটক ১

যে আইনে চলবে তালেবান সরকার

মুক্তি পেয়ে লাখ টাকার উপহার পেলেন পরীমণি

তালেবান সরকারের অভিষেক হচ্ছে ১১ সেপ্টেম্বর, ইরানসহ ৬ দেশকে আমন্ত্রণ


ভিডিওতে দেখা যায়, ধাক্কার পর ডুবে যায় নৌকা। এ সময় কিছু মানুষ নৌকাটি আঁকড়ে থাকে। আর বাকিরা পানিতে ঝাঁপ দেয়।

এ ঘটনা নিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে লেখেন, যাত্রীদের উদ্ধারে সম্ভাব্য সব প্রচেষ্টা চালানো হচ্ছে।

news24bd.tv/ নকিব