গুগল ড্রাইভে নতুন আপডেট : চলবে অফলাইনেও

গুগল ড্রাইভে নতুন আপডেট : চলবে অফলাইনেও

অনলাইন ডেস্ক

গুগল ড্রাইভ নিয়ে আসছে নতুন আপডেট। এত দিন শুধু অনলাইন থাকলে তবে গুগল ড্রাইভ অ্যাকসেস করা যেত, কিন্তু এবার অফলাইনেও ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ।

বর্তমানে নেট ব্যবহারকারীর বেশির ভাগই গুরুত্বপূর্ণ ফাইল সেভ করে রাখেন গুগল ড্রাইভে। তাতে সুবিধা বেশ কিছুটা বেশি।

কারণ কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য কম্পিউটার বা হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ যেকোনো ডিভাইস থেকে এটি ব্যবহার করা সম্ভব। কিন্তু ডিভাইসে নেট না থাকলে গুগল ড্রাইভের অ্যাকসেস করা সম্ভব হতো না। সি নিউজ এর একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

তবে এবার সেই সমস্যার সমাধান করেছে গুগল। তারা জানিয়েছে, অফলাইনে থাকলেও ড্রাইভে রাখা পিডিএফ, অফিস ডকুমেন্ট এবং ফটো অ্যাকসেস করতে পারবে ব্যবহারকারী। তবে সে ক্ষেত্রে যে ফাইলগুলো অফলাইনে ব্যবহার করতে ইচ্ছুক সেই সব ফাইলের অফলাইন মোড অন করে রাখতে হবে। ২০১৯ সাল থেকে এই প্রযুক্তিটি বেটা ভার্সনে শুরু করেছিল। এবার সবাই ওই অফলাইন মোড ব্যবহার করতে পারবে।


আরও পড়ুন

স্কুল খুলতেই বাড়ছে শিশু করোনা রোগী

মুক্তি পেয়ে লাখ টাকার উপহার পেলেন পরীমণি

আত্মীয়-স্বজন মারা গেলে যে আমল

ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হওয়ার লক্ষণ


news24bd.tv/এমি-জান্নাত