বাসের ধাক্কায় নারীসহ নিহত ২, প্রতিবাদে সড়ক অবরোধ

বাসের ধাক্কায় নারীসহ নিহত ২, প্রতিবাদে সড়ক অবরোধ

Other

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর তিন বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে যাত্রী নিয়ে একটি ভ্যানটি বারোবাজার থেকে পিরোজপুর যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী শাপলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ভ্যানচালক মহিদুল ইসলাম। আহত হয় ভ্যানের যাত্রী তাসলিমা খাতুন। সেখান থেকে তাসলিমা খাতুনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন:


বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

তালেবান সরকারের অভিষেক হচ্ছে ১১ সেপ্টেম্বর, ইরানসহ ৬ দেশকে আমন্ত্রণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দলে ফিরলেন ধোনি, এবার নতুন ভূমিকায় ‘ক্যাপ্টেন কুল’

অর্থ নিয়ে পালানোর ব্যাপারে তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আশরাফ গনি


এদিকে এ ঘটনার প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। বাসটি আটক হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

news24bd.tv রিমু 

 

এই রকম আরও টপিক