নারীদের খেলতে না দিলে আফগানদের সঙ্গে ক্রিকেট খেলবে না অস্ট্রেলিয়া

নারীদের খেলতে না দিলে আফগানদের সঙ্গে ক্রিকেট খেলবে না অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে সকল ধরনের খেলায় মেয়েদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এর অর্থ দেশটিতে নিষিদ্ধ হতে যাচ্ছে নারীদের ক্রিকেট খেলাও। তবে এমনটি মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছ ক্রিকেট অস্ট্রেলিয়া। নারীদের ক্রিকেট নিষিদ্ধ করা হলে আফগান পুরুষ দলের সঙ্গেও টেস্ট খেলবে না তারা।

news24bd.tv

এক বিবৃতিতে সিএ জানায়, ‘ক্রিকেট সম্পর্কে আমাদের ধারণা পরিস্কার। এটা এমন একটা খেলা যেটা সবাই খেলতে পারে। যে কোনো স্তরে মেয়েদের ক্রিকেট খেলাকে আমরা সমর্থন করি। সংবাদমাধ্যমে জানা গিয়েছে মেয়েদের ক্রিকেটকে সমর্থন করছে না আফগানিস্তান।

এই সিদ্ধান্ত বহাল থাকলে আফগানিস্তানের ছেলেদের বিপক্ষে হোবার্টে যে টেস্ট আয়োজন করার কথা ছিল তা সম্ভব নয়। ’

আরও পড়ুন:

টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা

ছেলেকে সামলাতে গিয়ে রাতে ঘুম হচ্ছে না নুসরাতের, বেড়েছে ওজনও

সরকার আমলা ও কয়েকজন লোকের উপর নির্ভর করে টিকে আছে: মির্জা ফখরুল

ময়মনসিংহে গ্রেপ্তার জঙ্গিরা সন্ধান দেয় বসিলার, জেএমবির শীর্ষ নেতা আটক


অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক বলেন, ‘তালেবানের ওপর নজর রাখা হচ্ছে। এটা চিন্তার বিষয়। মেয়েদেরকে যে কোনো রকম খেলা থেকে বাদ দেওয়া মানা যায় না। এই ভয়ঙ্কর রায়ের বিরুদ্ধে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিত। ’

আইসিসির পরের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

news24bd.tv/ নকিব