সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

ফেনীতে মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

 ফেনী প্রতিনিধি

পেশাগত দায়িত্ব পালনকালে ডিবিসি নিউজের সিনিয়ির রির্পোটার আদিত্য আরাফাত ও ক্যামেরাপারর্সন আরবি নুর আপনকে পুলিশি হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছে ফেনী প্রেসক্লাব।

রোববার দুপুরে শহীদ মিনার চত্ত্বরে প্রেস ক্লাব সভাপতি আবুতাহের ভূঞার সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

এ সময়ে মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা বলেন, সাম্প্রতিক কালে সাংবাদিকরা পুলিশের নির্যাতনের শিকার হচ্ছেন।  
গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালনকালে ডিবিসি নিউজের সিনিয়ির রির্পোটার আদিত্য আরাফাত ও ক্যামেরাপারর্সন আরবি নুর ট্রাফিক পুলিশের সহকারী পরিদর্শক আশরাফ ও সার্জেন্ট মানসুরের হাতে লাঞ্চিত হলেও এ ঘটনার এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা নেয়নি সরকার।

সাংবাদিকদের বেধে দেয়া সময়ের মধ্যে দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কঠোর কর্মসূচির ডাক দেয়ার হুশিয়ারি দেন সংবাদকর্মীরা ।  


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর