হরিনাকুন্ডুতে দুই সহোদরের ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা

হরিনাকুন্ডুতে দুই সহোদরের ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা

Other

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে দুই সহোদরের পান, কলা সিমের ক্ষেতে কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার ভায়না ইউনিয়নের বাগাঁচড়া গ্রামের নিকলের মাঠে এ ঘটনা ঘটে।  

৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দুই ভাই দাবি করে। এ ঘটনায় আজ বৃস্পতিবার হরিনাকুন্ডু থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

জানা গেছে, রাতের আধারে গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে সাহেব আলীর আট কাঠা পান ও সাত কাঠা কলা এবং ভাই লান্টুর বার কাঠা জমিতে ফলন্ত সিম ক্ষেত কেটে দেওয়া হয়েছে।   

স্থানীয় ইউপি মেম্বর জানান, পূর্ব শত্রুতার আক্রোশে এমন অমানবিক কাজ সংঘটিত হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষক ভুক্তভোগীরা জানান, এক সপ্তাহ আগে কুমার নদে ট্রলারে করে পানিপথে ভ্রমণের একটি তুচ্ছ ঘটনা নিয়ে একই গ্রামের শওকত আলীর ছেলে রানা ও  আমার স্কুল পড়ুয়া ছেলে শাকিলের বিরোধ তৈরি হয়।  

এ ঘটনার জের ধরে রানা তার সাঙ্গপাঙ্গ নিয়ে এমন কাজ করে থাকতে পারে।

এ বিষয়ে সন্দেহভাজন রানার কাছে জানতে চাইলে সে ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয় বলে জানায়। এদিকে অভিযোগ দাখিলের পরপরই নিকটবর্তী জোড়াদহ পুলিশ ফাড়ির ইনচার্জ টিটো মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

NEWS24.TV / কেআই