র‌্যাবের অভিযানে দুই কারখানার মালিককে জরিমানা

র‌্যাবের অভিযানে দুই কারখানার মালিককে জরিমানা

Other

শেরপুরের নকলায় র‌্যাবের পৃথক দুটি অভিযানে ভেজাল শিশু খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে দুই কারখানার মালিককে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ওই সময় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানের মালিককে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১৪ জানায়, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যদ্রব্য তৈরির গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা ও কুর্শা নয়াবাড়ি এলাকায় দুটি ভেজাল শিশু খাদ্য উৎপাদনের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে লয়খায় ভেজাল শিশু খাদ্যের প্রতিষ্ঠানের মালিক মোস্তাফিজুর রহমানকে ৯০ হাজার ও কুর্শা নয়াবাড়িতে ভেজাল সুজির কারখানার মালিক আব্দুর রশিদ সুইটকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে র‌্যাব-১৪’র কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি শাহসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:


তিন বারের সাবেক চেয়ারম্যান, অর্থকষ্টে ‘আত্মহত্যার চেষ্টা’

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পুলিশের স্ত্রী আটক

দুই সাংবাদিককে অর্ধ-উলঙ্গ করে পিটিয়েছে তালেবান

স্কুল খুলার পর ব্যাপক হারে করোনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রে


NEWS24.TV / কেআই