ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সরকার-সমর্থকদের তুমুল সংঘর্ষ, ৭৮ জনের প্রাণহাণি

অনলাইন ডেস্ক

ইয়েমেনের  মারিব শহরে সরকার-সমর্থক সেনাদের সঙ্গে হুথি বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের  কমপক্ষে ৭৮ জনের প্রাণহাণি হয়েছে।

এ ঘটনায় আহতও হয়েছেন অনেকে। এক প্রতিবেদনে এপি জানায়, শহরটির নিয়ন্ত্রণ নিতে  মঙ্গলবার রাতে হুথি বিদ্রোহীরা হামলা শুরু করে।

এ হামলা চলে বুধবার সকাল পর্যন্ত ।   


বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


এ ঘটনা প্রতিহতে পাল্টা সামরিক পদক্ষেপ নেয় সরকার-সমর্থক সেনারা । তবে লড়াইয়ে নিজেদের  ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি হুথি বিদ্রোহীরা।   

ইয়েমেনের সামরিক কর্মকর্তারা জানান, হামলাকারীদের ঠেকাতে বিমান হামলা জোরদার করা হয়েছে।

news24bd.tv/আলী