শাজাহানপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাজাহানপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Other

বগুড়ার শাজাহানপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ১৮টি দল অংশ নেয়।  

এই নৌকা বাইচকে কেন্দ্র করে খালের দু’পাড়ে অর্ধলক্ষ মানুষের মিলন মেলায় পরিণত হয়। ভবিষ্যতেও এ ধরণের আয়োজনের দাবি জানিয়েছেন বিনোদনপ্রেমিরা।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার তিন উপজেলার মোহনাখ্যাত খাউড়া দহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ খালের পাড়ে ভিড় জমাতে থাকেন।

এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবে মেতেছিল ৪ উপজেলার অর্ধলক্ষ মানুষ। ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করতে দূর-দূরান্ত থেকে এসেছেন বিনোদন প্রেমিরা।

নৌকাবাইচ উপলক্ষে খালের পাড়ে বুধবার দিনব্যাপি মেলারও আয়োজন করা হয়। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আনতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিস্টরা।

গেল ৩ বছর ধরেই খাউড়াদহে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন:


তিন বারের সাবেক চেয়ারম্যান, অর্থকষ্টে ‘আত্মহত্যার চেষ্টা’

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পুলিশের স্ত্রী আটক

দুই সাংবাদিককে অর্ধ-উলঙ্গ করে পিটিয়েছে তালেবান

স্কুল খুলার পর ব্যাপক হারে করোনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রে


NEWS24.TV / কেআই