কোনো নোটিশ ছাড়া পটিয়ার ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগে কমিটি বিলুপ্ত করে কাছের মানুষদের জায়গা দিয়েছেন সামশুল হক। এতে করে পুরো উপজেলার রাজনীতির নিয়ন্ত্রণ এখন তার হাতে। পটিয়া আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, প্রকৃত আওয়ামী লীগারদের হটিয়ে বিএনপি-জামায়াত নেতাদের পূনর্বাসন করেছেন হুইপ।
এটা অনেকটা সাম্রাজ্য চালানোর মতো।
পটিয়ায় মোটি ১৭টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ১৪টির কমিটি বিনা নোটিশে বিলুপ্ত করেন হুইপ সামশুল। নিজের পছন্দের লোক বসিয়ে তৃণমূলকে নেতৃত্ব শুণ্য করার পায়তারা হুইপ সামশুল হকের এমন অভিযোগ স্থানীয় নেতাদের।
বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার
বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!
দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন
পটিয়া আওয়ামী লীগের নেতাদের অভিযোগ আরো ভয়ঙ্কর। তারা বলছেন, ইউনিয়ন পর্যায়ে এখন প্রকৃত আওয়ামী লীগের পরিবর্তে, ঠাঁই হচ্ছে বিএনপি-জামায়াত ঘনিষ্ঠদের।
পটিয়ায় আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিকে বাঁচাতে উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটি আবারো গঠন প্রয়োজন বলে মনে করেন রাজনীতি সচেতনরা।
news24bd.tv/