রাজধানীতে ভয়াবহ আকারে ছড়াচ্ছে ডেঙ্গু

Other

রাজধানীজুড়ে ডেঙ্গু প্রকোপ ভয়াবহ আকার ধারণ করলেও সব এলাকায় পৌঁছে না সিটি কর্পোরেশনের মশা মারার ওষুধ। রাজধানীর মগবাজারের রেলওয়ে বস্তি যেন মশা উৎপাদনের কারখানা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য মানুষ। এলাকাবাসী বলছেন, স্বল্প আয়ের মানুষের বসবাস হওয়ায় সিটি কর্পোরেশনের নজর নেই এই এলাকায়।

বিশেষজ্ঞরা বলছেন, বছরজুড়ে মশা নিধন কার্যক্রম না হলে রেহাই মিলবে না সহসা।  

এ যেন মশার প্রজননের অভয়াশ্রম। স্বল্প পানিতে মশার লার্ভা কিলবিল করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু তালিকায় ঝুঁকিপূর্ণ এলাকা মগবাজার।

সে মগবাজারের রেলওয়ে বস্তির চারপাশে মশার এমন উপদ্রপ। বাসিন্দারা জানান, ঠিক কবে বস্তির ভিতরে-বাইরে মশার ওষুধ ছিটানো হয়েছে মনে পড়ছে না কারোর।

মগবাজারের অবস্থিত হলি ফ্যামিলি হাসপাতালের ভর্তি ডেঙ্গু রোগীদের বড় অংশই মগবাজার-খিলগাঁও-গোড়ান-শাহজাহানপুর এলাকার বাসিন্দা। প্রতিনিয়ত এসব অঞ্চল থেকে ডজনে ডজনে রোগী আসছেন হাসপাতালে।


বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


 

তাদেরই একজন বাসাবোর বাসিন্দা সালমা আক্তার। চার বছরের বয়সী মেয়ে রায়াকে নিয়ে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি গেলো এক সপ্তাহ ধরে। জানান, বাসার ভিতরেই মশা বাহিত রোগে আক্রান্ত হয় রায়া।

কিটতত্ত্ববিদ কবীরুল বাশার মনে করেন, বছর ব্যাপী মশা নিধনের কর্মসূচি বাস্তবায়িত হলে তবেই মিলবে ডেঙ্গু থেকে মুক্তি।

যদিও সিটি কর্পোরেশন শুধু জুন থেকে সেপ্টেম্বরই সীমাবদ্ধ রাখছে মশা নিধন কর্মসূচি।

news24bd.tv/আলী